খবরের সময় ডেস্ক:
কুষ্টিয়ার অনলাইন নিউজ পোর্টালে ৬ই আগস্ট প্রকাশিত একটি সংবাদের বিরোধিতা করে মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক,সাবেক যুবলীগ নেতা ও আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংবাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ উজ্জ্বল সরদার।
৬ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল নতুন টাইমস এ দৌলতপুরে পদ্মা নদীতে সন্ত্রাসী বাহিনীর অবৈধ অস্ত্রের মহড়া ‘’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয় যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
আওয়ামী লীগ নেতা মোঃ উজ্জ্বল সরদার বলেন,“আপনারা হয়ত অনেকেই জানেন, আমি মোঃ উজ্জ্বল সরদার শৈশব কাল হতে সত্য ও নিষ্ঠার সাথে জীবন যাপন করি। আমার কর্মদক্ষতার উপর ঈর্ষানীত হয়ে আমার বিরুদ্ধে বিগত সময় অসংখ্য অপ-প্রচারসহ একাধিক মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা ও হয়রানি সহ আর্থিক ক্ষতি করার চেষ্টা করেছে। আমি কারো বিরুদ্ধে আক্রোশ হয়ে কোন ধরণের ক্ষতি সাধিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না এবং আগামীতেও থাকবো না ইনশাআল্লাহ্। আমি দীর্ঘ বছর সততার সাথে বাংলাদেশ সরকারকে নিয়মিত আয়কর প্রদানের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করে আসছি। আমার ব্যবসায়ীক ক্ষেত্রে কোন ধরনের ফাঁকফোকর ছিল না। ব্যবসায়ীক সফলতা অর্জন করেছি।
তিনি আরো বলেন,আসন্ন ৪নং মরিচা ইউনিয়ন নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজ করায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াত জোটের কতিপয় ষড়যন্ত্রকারী আমি ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় ব্যস্ত রয়েছে,যা নতুন টাইমস নিউজ পোর্টালের মনগড়া কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদে স্পষ্ট প্রমাণিত হয়।
সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশপুর্বক তিনি বলেন, সাংবাদিকরা হলেন দেশের দর্পন। তাঁদের সৎ ও বলিষ্ঠ ভূমিকা একটি দেশের সুনাম ও প্রবৃদ্ধি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কিছু অসৎ ও কুরুচিপূর্ণ সাংবাদিকদের দরুন সাংবাদিকতার নাম বদনাম হয় ও এক কথায় আমাদের জড়িয়ে নতুন টাইমস পোর্টালে যে খরবটি প্রকাশিত হয়।
তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমরা এসব মিথ্যা বানোয়াট প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও দুঃখ প্রকাশ করছি। প্রকাশিত খবরে কাহকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানাচ্ছি।